Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২, ২০২২, ০১:৩০ পিএম


সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে যাওয়া আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর হজ করতে গিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার ঢাকার তপন খন্দকার (৬১) নামে একজন মারা যান। আগেরদিন বৃহস্পতিবার মারা যান সিরাজগঞ্জের রফিকুল ইসলাম (৪৭)।

মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে এ বছর হজ করতে গিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। 

মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে আটজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।

বাংলাদেশ থেকে এ বছর সরকারিভাবে ৪ হাজার ১১৫ জন এবং বেসরকারিভাবে ৫৫ হাজার ৮৮৫ জন হজ করার সুযোগ পাচ্ছেন।

আমারসংবাদ/এবি

Link copied!