জুলাই ৪, ২০২২, ১২:৩৯ পিএম
হজে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. খয়বর হোসেন (৫৫)। রংপুরে থাকেন। তার পাসপোর্ট নম্বর- EF0156162। রোববার (৩ জুলাই) পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
এখন পর্যন্ত হজে গিয়ে সৌদি আরবে ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী।
গত ৫ জুন হজ ফ্লাইট শুরুর পর এখন পর্যন্ত হজে গিয়েছেন ৫৬ হাজার ৯৫২ বাংলাদেশি। আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৮৯০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা ৫৩ হাজার ৬২ জন।
হজে গিয়ে মারা যাওয়া যাত্রীরা হলেন: মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, ঢাকার তপন খন্দকার, বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, সিরাজগঞ্জরে কামারখন্দের রফিকুল ইসলাম, টাঙ্গাইলের আব্দুল গফুর, রংপুরের পীরগাছার মো. আবদুল জলিল খান, ঢাকার বিউটি বেগম, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির ও রংপুরের মো. খয়বর হোসেন।
মোট ১৫৭টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮২টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৬০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইটসংখ্যা ১১টি।
আমারসংবাদ/টিএইচ