Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দেশে ফিরলেন আরও ২৯৭৮ হাজি

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৫, ২০২২, ১০:৩৯ এএম


দেশে ফিরলেন আরও ২৯৭৮ হাজি

পবিত্র হজ শেষে একদিনে আরও ২ হাজার ৯৭৮ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে রোববার (২৪ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরলেন ২৬ হাজার ৫০৪ জন হাজি।

সোমবার (২৫ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ১৪ জুলাই হজ শেষে বাংলাদেশের ফিরতি ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ৭২টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন।

এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৪টি, সৌদিয়া পরিচালিত ৩৩টি ও ফ্লাইনাস পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

হজের বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় আগত দশম ফ্লাইটের হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন। হাজিরা রোববার সকাল ৮টায় মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে নির্বিঘ্নে মদিনায় পৌঁছেছেন।

Link copied!