Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

কিশোরদের মসজিদমুখী করতে পুরস্কার প্রদান

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৪, ২০২২, ০৪:০৭ পিএম


কিশোরদের মসজিদমুখী করতে পুরস্কার প্রদান

মসজিদে নামাজ আদায় শিশু-কিশোরদের উৎসাহিত করতে পুরস্কার ঘোষণা করেছেন মসজিদ কর্তৃপক্ষ। ঘোষণা ছিল, যে সকল কিশোররা টানা ৪০ দিন এশা ও ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে তাদের এই পুরস্কার প্রদান করা হবে। 

Mirpur DOHS Central Mosque এর আয়োজনে তাহিয়্যাতুল মসজিদ ২৩০ জন বাচ্চাকে পুরস্কার সরূপ সাইকেল প্রদান করেছে। 

গত ২১ সালের এই আয়োজনে ৯৩টি সাইকেল প্রদান করা হয়েছিল। ২২ সালের আয়োজনে পাচ্ছে ২৩০টি সাইকেল প্রদান করা হয়। এই টানা ৪০ দিন এশা এবং ফজরে বাচ্চাদের কিচিরমিচিরে মুখরিত ছিল মসজিদ।

টিএইচ

Link copied!