Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

হজযাত্রীদের পাসপোর্ট জমা দিতে হবে না: ধর্ম মন্ত্রণালয়

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০১:৩৩ পিএম


হজযাত্রীদের পাসপোর্ট জমা দিতে হবে না: ধর্ম মন্ত্রণালয়

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না।

২০২৩ সালের হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য রোববার মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়, সৌদি সরকার হজযাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে চলতি বছর সব হজযাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে।

বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজযাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমা না দিয়ে পাসপোর্ট নিজের কাছে সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরো বলা হয়, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। হজযাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে করণীয় সম্পর্কে বিভিন্ন সময়ে অবহিত করা হবে।

এআরএস

Link copied!