Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মসজিদে ঢুকেই দুই রাকাত নামাজ পড়ার ফজিলত

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মার্চ ৭, ২০২৩, ০১:০১ এএম


মসজিদে ঢুকেই দুই রাকাত নামাজ পড়ার ফজিলত

অনেকেই মসজিদে ঢুকে জামাতে নামাজের জন্য অপেক্ষা করেন। কেউ কেউ ৪-৫ মিনিট সময় পেয়ে থাকেন। এটুকু সময় দুই রাকাত নামাজ পড়ার জন্য যথেষ্ট। কিন্তু অনেকেই মসজিদে ঢুকেই এ নামাজ পড়েন না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে ?প্রবেশ করার পর দুই রাকাত নামাজ পড়ার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। 

হাদিসের একাধিক বর্ণনায় তা এভাবে ওঠে এসেছে- ১. হজরত আবু কাতাদা সালামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার আগে দুই রাকাত নামাজ আদায় করে নেয়।’ (বুখারি ৪৩১) ২. হজরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, (কোনো এক) জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমনি সময় এক ব্যক্তি আগমন করল। 

তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে অমুক! তুমি কি নামাজ আদায় করেছ? সে বলল, না, তিনি বললেন, উঠো, নামাজ আদায় করে নাও। 

(বুখারি ৮৮৩) ৩. হজরত আবু কাতাদা ইবনু রিব’আ আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ (তাহিয়্যাতুল-মাসজিদ) আদায় করার আগে বসবে না।’ (বুখারি-১০৯৪)

Link copied!