জুলাই ২, ২০২৩, ০২:১৬ পিএম
জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, `সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং এটাকে বীরোচিত কাজ ও মতপ্রকাশের স্বাধীনতা বলে বিশ্বাস করতে দেখাটা বেদনাদায়ক ও লজ্জাজনক ঘটনা।`
এক বিবৃতিতে হান্না জোর দিয়ে বলেন, `আমরা মনে করি যা ঘটেছে তা কেবল কোরআন ও মুসলিমদের ওপরই হামলা নয়, বরং এটি মানবজাতি, নৈতিকতা এবং সবার মধ্যে লালিত নাগরিক মূল্যবোধের ওপর হামলা।
ধর্মীয় প্রতীকগুলো পবিত্র জিনিস, ধর্মকে অপমান করাকে মতপ্রকাশের স্বাধীনতা বিবেচনা করা উচিত নয়।`
তিনি বলেন, `আমরা এই অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য কাজের নিন্দা ও সমালোচনা করছি। এটি আমাদের বিশ্বের সকল ধর্মের সদস্যদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ হওয়ার কাজকে প্রভাবিত করা উচিত নয়।`
তিনি বলেন, `এ কাজ পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা ধর্ম ও ধর্মীয় প্রতীকের যেকোনো অবমাননা প্রত্যাখ্যান করছি জোরালভাবে।` সূত্র : মিডল ইস্ট মনিটর
এইচআর