Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পবিত্র শবে বরাত কবে?

আমার সংবাদ ধর্ম ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৫:৩১ পিএম


পবিত্র শবে বরাত কবে?

ইবাদত বন্দেগির মাধ্যমে গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে শবে মেহেরাজ পালিত হলো। তবে পবিত্র শবে বরাত কবে হবে, তা জানা যাবে আগামীকাল সন্ধ্যায়। শবে বরাতের তারিখ নির্ধারণের লক্ষ্যে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রোববার শাবান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে শবে-বরাত অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে ১৩ ফেব্রুয়ারি।

এক্ষেত্রে ২৬ মার্চ দিবাগত রাতে পালিত হবে শবে বরাত।

বিআরইউ

Link copied!