Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

হঠাৎ অগ্নিকাণ্ডের কবলে পড়লে করনীয়, হাদিসে যা আছে

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মার্চ ৩, ২০২৪, ০৭:০৫ পিএম


হঠাৎ অগ্নিকাণ্ডের কবলে পড়লে করনীয়, হাদিসে যা আছে

যেকোনো সময় আমরা অগ্নিকাণ্ডের কবলে পড়তে পারি। আবার আল্লাহর অবাধ্যতার মাত্রা চরম হলেও আল্লাহর পক্ষ থেকে নানা ধরনের আজাব-গজব নাজিল হয়।

দুনিয়ার বিপদ-আপদ, আজাব-গজব থেকে বেঁচে থাকতে আল্লাহর স্মরণের বিকল্প নেই। তাই কোথাও আগুন লাগলে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা জরুরি।

এসময় প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের পাশাপাশি বিশেষ আমলের কথা রয়েছে হাদিস শরিফে। 

হজরত আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল (স.) বলেন, ‘তোমরা যখন কোথাও আগুন (লাগতে) দেখো, তখন তোমরা তাকবির দাও। কারণ তাকবির আগুন নিভিয়ে দেবে। (তাবরানি: ১/৩০৭)

তাকবির হলো- 

اللَّهُ أَكْبَرُاللَّهُ أَكْبَرُ 

‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 

অর্থ: আল্লাহ মহান। আল্লাহ মহান।

ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘আগুন যত প্রলয়ঙ্করী হোক, তাকবিরের মাধ্যমে তা নিভে যায়। আর আজানের মাধ্যমে শয়তান পলায়ন করে। (আল-ফাতাওয়া আল-কুবরা: ৫/১৮৮)

পবিত্র কুরআনের একটি আয়াত রয়েছে, যেটি পড়লে আগুন নেভাতে প্রভাব পড়বে এবং আগুনের ক্রিয়া নিস্তেজ হয়ে যাবে। আল্লাহর নবি হজরত ইবরাহিমকে (আ.) আগুন যেন স্পর্শ না করে, সে নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা।  

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন- 

আরবি : قُلۡ نَا یٰنَارُ کُوۡنِیۡ بَرۡدًا وَّ سَلٰمًا عَلٰۤی اِبۡرٰهِیۡمَ  

উচ্চারণ : কুল ইয়া না-রু কু-নি বারদান ওয়া সালামান আলা ইবরাহিম। 

অর্থ : ‘হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ (সুরা আম্বিয়া: ৬৯) 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন নেভাতে উচ্চ স্বরে আল্লাহ তাআলার তাসবিহ ও আজান দেয়ার তাওফিক দিন। আল্লাহর আজাব-গজব থেকে বেচে থাকতে তার বিধান পালনের তাওফিক দান করুন। আমিন।

আরএস

Link copied!