Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

তারাবির জামাত ছুটে গেলে এবং সন্ধ্যা রাতে পড়তে না পারলে কী করবেন?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২৪, ০৪:৩৪ পিএম


তারাবির জামাত ছুটে গেলে এবং সন্ধ্যা রাতে পড়তে না পারলে কী করবেন?

প্রশ্ন : তারাবির নামাজ জামাতে এক রাকাত পেলে অথবা কয়েক রাকাত জামাতে না পেলে এবং সন্ধ্যা রাতে পড়তে না পারলে করণীয় কি?

উত্তর : তারাবির নামাজ দুই-দুই রাকাত করে পড়া হয়। যদি কেউ জামাতে এক রাকাত পান, তাহলে বাকি এক রাকাত ইমামের সালাম ফেরানোর পর মাসবুকের সুরতে ফরজ নামাজের মতো একাকী পড়ে নেবেন। (এই রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো সুরা পড়তে পারবেন)।

তারাবির নামাজের দুই রাকাত বা ততধিক রাকাত জামাতে না পেলে এবং জামাত শেষ হয়ে গেলে বাকি তারাবি একাকী পড়বেন। (যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন)।

কোনো পুরুষ বা মহিলা যে কোনো কারণে সন্ধ্যা রাতে তারাবি সম্পূর্ণ বা আংশিক পড়তে না পারলে সেহরির সময় যতক্ষণ থাকে, এর মধ্যে যে কোনো সময় তারাবির নামাজ পড়তে পারবেন। এমনকি বিতর নামাজ পড়ার পরও তারাবির নামাজ পড়া যাবে। (ফতোয়ায়ে শামি)।

এইচআর

 

Link copied!