নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৪, ০৬:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৪, ০৬:১৬ পিএম
ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আশকোনা হজ ক্যাম্প মিলনায়তনে ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যালয় প্রকল্পের পরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার।
স্বাগত বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক সাহিনা আক্তার।
অনুষ্ঠান শেষে ঢাকা বিভাগীয় কমিশনার তার ব্যক্তিগত যাকাতের অর্থ ইসলামিক ফাউন্ডেশন যাকাত বোর্ড তহবিলে প্রদান করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ জাকাত প্রদান করেন।
ইএইচ