Amar Sangbad
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫,

ভূঞাপুরে বিএনপির ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি ঘোষণা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৩:৪৭ পিএম


ভূঞাপুরে বিএনপির ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি ঘোষণা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনসমূহ ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের এই  কর্মসূচি উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে পালিত হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর পৌর বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, রাজিব হোসেন তালুকদার কফিল সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কর্মসূচির সফল বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

বিআরইউ

Link copied!