Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

হজে গিয়ে সৌদিতে ১৭ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৩, ২০২৪, ০৯:৫৫ এএম


হজে গিয়ে সৌদিতে ১৭ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী।

হজ পোর্টালের বুলেটিনে জানানো হয়, সবশেষ ১২ জুন কিশোরগঞ্জ জেলার সুফিয়া আক্তার (৬২) ও কুমিল্লা জেলার শাহা আলম (৭৭) মারা গেছেন। এর আগে গত ১৫ মে চলতি হজ মৌসুমে প্রথম বাংলাদেশি মারা যান।

এদিকে, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২১৭টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১২৯ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩৭টি ফ্লাইট পরিচালনা করে।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ২১৭টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৭টি।


গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১২ জুন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

বিআরইউ

Link copied!