Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

যেদিন থেকে সৌদি যেতে পারবেন ওমরাহ যাত্রীরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১, ২০২৪, ১০:০৯ এএম


যেদিন থেকে সৌদি যেতে পারবেন ওমরাহ যাত্রীরা

পবিত্র হজ পালন শেষে নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। এরপরই ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু হয়েছে। ওমরাহ যাত্রীরা আগামী ১৯ জুলাই থেকে সৌদি আরবে যেতে পারবেন বলে জানা গেছে।

এখন থেকে পবিত্র ওমরাহ পালনকারীর সংখ্যা তিন গুণ করতে চায় সৌদি আরব। অর্থাৎ বছরে ৩ কোটি মানুষকে ওমরাহ পালন করার সুযোগ দেবে দেশটি।

গত ২৯ জুন সৌদি আরবের ওমরাহ বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আবদুর রহমান বিন ফাহদ এ তথ্য জানিয়েছেন।

আবদুল রহমান বিন ফাহদ জানান, প্রতি বছরই ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন বাস্তবতায় ওমরাহ যাত্রীর সংখ্যা চলতি বছর ১ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াদ সরকারের।

গত বছর দেশটিতে ৪৫ লাখের বেশি মানুষ পবিত্র ওমরাহ পালন করেছেন। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা।

নতুন হিজরি বর্ষ শুরুর পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৫০ লাখ ওমরাহ ভিসা চালু করা হয়। এর মধ্যে ৪০ লাখের বেশি মানুষ উড়োজাহাজে এবং প্রায় ৫ লাখ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ও ৩ লাখ ৬ হাজার ৭৫ জন সমুদ্রপথে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান।

ইএইচ

Link copied!