Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আন্দোলনে হতাহতদের ৫ কোটি টাকার অনুদান দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১১, ২০২৪, ১১:০৩ পিএম


আন্দোলনে হতাহতদের ৫ কোটি টাকার অনুদান দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত, গুলিবিদ্ধ বা নিহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ঘোষণা অনুযায়ী, আন্দোলনে অসচ্ছল হতাহতদের জন্য ৫ কোটি টাকার অনুদান দিয়েছে এই ধর্মীয় সংস্থাটি।

রোববার আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়।

যেখানে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল হতাহতদের জন্য ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, এই প্রকল্পে অসচ্ছল আহতদের চিকিৎসা এবং নিহতের পরিবারকে পুনর্বাসন করা হবে।

সবশেষ, যারা আন্দোলনে হতাহত হয়েছেন তাদের তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বান জানানো হয়েছে।

ইএইচ

Link copied!