Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধর্ম উপদেষ্টা

সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২৪, ০৩:২৮ পিএম


সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে সরকার

ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে সরকার। তিনি বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করা হবে। সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে সভা শেষে তিনি ব্রিফ করেন।

এ সময় তিনি বলেন, পুলিশ কাজে ফিরে এসেছে। তাই এরকম আর কোনো ঘটনা ঘটবে না। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নিন্দাও জানান তিনি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।ওয়াকফ সম্পত্তিতে গুলোতে দুর্নীতি ও দখলার নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেযার কথাও জানান তিনি।

হজ্ব ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, হজ্বযাত্রী পরিবহনে তিনটি বিমান কোম্পানির বাইরে আরও কোনো কোম্পানিকে যুক্ত করা যায় কিনা সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। হজ্বে অনিয়মের সাথে জড়িত এমন ৫০টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

আরএস

Link copied!