Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

৫ হাজার পরিবারের খাবার নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ১৩ লরি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২৪, ১২:১০ এএম


৫ হাজার পরিবারের খাবার নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ১৩ লরি

দ্বিতীয় দিনের মতো বন্যাদুর্গত মানুষের জন্য শনিবার বিশাল ত্রাণের বহর এবং গোখাদ্যসহ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা কবলিত এলাকায় গেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ।

শনিবার দিনভর ৯টি লরি ত্রাণ সামগ্রী প্রস্তুত করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

এসব লরিতে পূর্ণ ছিল চাল, তেল, লবন, চিনি, খেজুর, চিড়া, পানি ও শুকনা খাবার। এছাড়া গোখাদ্য হিসেবে আলাদা ৪টি লরিতে ছিল ৬৭.৩৭ টন ভূসি। দিনভর প্রস্তুতি শেষে রাতে লরিগুলো দুর্গত এলাকার উদ্দেশে রওয়ানা দেয়। এ

এছাড়াও এদিন সকাল থেকে বেশ কয়েকটি লরিতে করে খাদ্যদ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গেছে আস সুন্নাহ ফাউন্ডেশনের কর্মীরা।
ত্রাণে পূর্ণ ৯টি ট্রাক-লরির ৫টিতে ৫ হাজার পরিবারের জন্য রয়েছে ভারি প্যাকেজ। এতে প্রত্যেক পরিবারের জন্য রয়েছে ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ।

এছাড়া ৪টি লরিতে পাঠানো হয়েছে ৭ হাজার ৬০০ প্যাকেট শুকনা খাবার। প্রত্যেক প্যাকেটে রয়েছে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ও বোতলজাত পানি।

এছাড়াও আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণসামগ্রীতে রয়েছে মোমবাতি, দিয়াশলাই ও স্যানিটারি ন্যাপকিন।

ইএইচ

Link copied!