Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ইসলামী সম্মেলনে সোহরাওয়ার্দীতে আলেম-ওলামাদের ঢল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২৪, ০১:১৪ পিএম


ইসলামী সম্মেলনে সোহরাওয়ার্দীতে আলেম-ওলামাদের ঢল

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সম্মেলনকে কেন্দ্র করে পায়ে হেটে, নিজস্ব পরিবহন, বাস ও মেট্রোরেলে সম্মেলনস্থলে আসতে দেখা যায়।

মঙ্গলবার ভোর থেকেই জমায়েত হতে থাকা এ সম্মেলনটি সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। যেখানে দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দীনের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা হবে।

ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে এদিন দেশের বিভিন্ন স্থানের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ভোর থেকেই সম্মেলনস্থলে আসতে দেখা যায়। বিপুল মানুষের ঢাকায় প্রবেশে রাজধানীর প্রায় প্রতিটি স্থানেই সৃষ্টি হয়েছে যানজটের।

এমতাবস্থায় সাইনবোর্ড, যাত্রাবাড়ী, উত্তরা, গাবতলি থেকে গণপরিবহন না পেয়ে পায়ে হেটেও সম্মেলনে যোগ দিতে আসতে দেখা যায়।

উপচে পড়া ভিড় দেখা যায় বাস ও মেট্রোরেলেও। এদিন মিরপুর শেওড়াপাড়ায় অনেককেই বাসের জন্য দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে মেট্রোরেলে সম্মেলনে যেতে দেখা যায়। ফলে মেট্রোরেলেও ছিলো উপচে পড়া ভিড়। তিল ধারণের ঠাই ছিলো না মেট্রোরেলে।

ইএইচ

Link copied!