Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য তিন জুমা সারা দেশে দোয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১১, ২০২৪, ০২:৫০ পিএম


গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য তিন জুমা সারা দেশে দোয়া

জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং গুরুতর অসুস্থ ও আহতদের সুস্থতা কামনায় পরপর তিন জুমা সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এ এইচ এম আক্তারুজ্জামান সই করা এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়ে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং গুরুতর অসুস্থ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী ১৫, ২১ ও ২৯ নভেম্বর শুক্রবার সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এজন্য ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!