Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫,

টঙ্গীতে শুরু হলো পাঁচ দিনের জোড় ইজতেমা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৪, ০৫:০০ পিএম


টঙ্গীতে শুরু হলো পাঁচ দিনের জোড় ইজতেমা
আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোড় ইজতেমার কার্যক্রম শুরু। ছবি: আমার সংবাদ

প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব ইজতেমাকে সামনে রেখে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

শুক্রবার ফজরের পর ময়দানের টিনশেড মসজিদে আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোড় ইজতেমার কার্যক্রম শুরু করা হয়।

আগামী (৩ ডিসেম্বর) দোয়ার মাধ্যমে এ জোড় ইজতেমা শেষ হবে।

তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বলেছেন, শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরায়ি নেজামের অধীনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর দোয়ার মাধ্যমে তা শেষ হবে। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের ভাই নাঈম শাহ, বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক, বাদ আছর বয়ান করবেন মাওলানা ওমর ফারুক ও বাদ মাগরিবের পরে কারগুজারি আমল হবে।

প্রতিবছর ইজতেমার আগে প্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে। এখানে তাবলিগের সাথী ভাইরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের দিক নির্দেশনা গ্রহণের সুযোগ লাভ করেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের শুরায়ী নেজামের মুরুব্বিরা উপস্থিত হন।

উল্লেখ্য, ২০২৫ সালে দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!