Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাবিবুল্লাহ রায়হান

নির্ধারিত সময়েই বিশ্ব ইজতেমা পালন করা হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৩:৩৫ পিএম


নির্ধারিত সময়েই বিশ্ব ইজতেমা পালন করা হবে
জুবায়েরপন্থি মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। ছবি: সংগৃহীত

তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থিদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেছেন, নির্ধারিত সময়েই বিশ্ব ইজতেমা পালন করা হবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বলেন, সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

হাবিবুল্লাহ রায়হান বলেন, সাদপন্থিদের হামলায় তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এই হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হবে। মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করার অনুমতি না থাকলেও তারা জোড় করে ঢুকে প্রশাসনের আদেশ অমান্য করেছে।

তিনি বলেন, সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে।

এর আগে বুধবার ভোরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হন।

ইএইচ

Link copied!