এম এ রহমান, যশোর
জানুয়ারি ৩, ২০২৫, ১০:৫৮ পিএম
এম এ রহমান, যশোর
জানুয়ারি ৩, ২০২৫, ১০:৫৮ পিএম
কোরআনের আলোকে জীবন গঠন করে উন্নত ও সুন্দর মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন খ্যাতনামা ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
বলেন, আল্লাহ তায়ালা মানব জাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। মহাবিশ্বের সব সৃষ্টির জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। জলে স্থলে মানুষের বাহন দিয়েছেন। আকাশ এবং জমিনে যা কিছু আছে সবই মানুষের কল্যাণে দেওয়া হয়েছে।
ড. আজহারী বলেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবই আল্লাহ মানুষের মঙ্গল ও কল্যাণে সৃষ্টি করেছেন। সর্বত্র মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। মানুষকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে। এ স্বাধীনতা মানুষ ভালো অথবা মন্দ উভয় কাজে ব্যবহার করতে পারে।
শুক্রবার রাতে যশোরের পুলেরহাট আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ ময়দানে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে তাফসির পেশকালে তিনি এসব কথা বলেন।
আজহারী বলেন, বিশ্বে জনসংখ্যা বাড়ছে। কমছে মানুষ। নাক কান চোখ মুখ সবার আছে। কিন্তু সমাজে ভালো মানুষ কমে যাচ্ছে। আল কোরআনের আলোকে জীবন গঠন করে উন্নত ও সুন্দর মানুষ হতে হবে।
ড. মিজানুর রহমান আজহারী বলেন, মানুষ মৃত্যু ছাড়া সবকিছু জয় করতে পারে। মানুষ হারেনা। মানব সম্পদের উন্নয়ন ছাড়া কোন দেশকে উন্নত করা সম্ভব না।
মাহফিলে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনও বক্তৃতা করেন। বাদ মাগরিব তাফসির পেশ করেন আরেক ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।
মাহফিলের শেষদিনে খুলনা,কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরাসহ এতদাঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানেরা যোগ দেন। তরুণদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
নয়টি বৃহৎ প্যান্ডেলে মাহফিলের শ্রোতাদের বসার আয়োজন করা হয়। যশোর শহরের আট বর্গকিলোমিটার এলাকায় মানুষের সমাগম ঘটে।
ইএইচ