আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫, ১১:০৪ এএম
আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫, ১১:০৪ এএম
রমজানের প্রস্তুতি বলতে সাধারণত আমরা বুঝি বেশি বাজার করা, বাড়তি খাবার সঞ্চয় করা। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় আগে আগে কিনে রাখা ইত্যাদি।
এদিকে টিভি চ্যানেলগুলো ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম রিলিজের প্রস্তুতিতে। কোন দিন কী ধরণের প্রোগ্রাম রিলিজ করা যায়, কোন অতিথিকে ইনভাইট করা যায়? তাদের নাম সাজানো, প্রোগ্রামগুলোকে সুন্দর থেকে সুন্দরতর করার নানা রকমের প্রচেষ্টা।
রমাজানুল মোবারক মাসটি একটি আধ্যাত্মিক জার্নি। তাই এই মাসের প্রস্তুতি যতটা বাহ্যিক হবে তার চেয়ে বেশি আধ্যাত্মিক হতে হবে। নিজের সঙ্গে আল্লাহ তায়ালার সম্পর্ক উন্নয়নের একটি সুবর্ণ সুযোগ এই মাস।
একনিষ্ঠ মনে তওবা
আগের কাজা রোজা আদায় করা
রমজানের মাসআলা সম্পর্কিত বই সংগ্রহ
রমজান কেন্দ্রীক রুটিন
পরিবারের সবাইকে নিয়ে রমজান সম্পর্কিত আলোচনা
বন্ধুদের রমজান বিষয়ক বই উপহার দেওয়া
শাবান মাসে বেশি বেশি রোজা রাখা
বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের চেষ্টা করা
ইএইচ