আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৫, ১০:৩৪ এএম
আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৫, ১০:৩৪ এএম
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব।
শনিবার (১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়েছে।
বয়ানে নিজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা এবং দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে।
শনিবার সকাল ১০টার পর থেকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিম করবেন তাবলিগের মুরুব্বিরা। এরপর ওলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। যোহর নামাজের পর মাওলানা ইসমাঈল গোদরা.. সমবেত মুসুল্লিদের উদ্দেশ্যে তালিম করবেন। বাদ আসর অনুষ্ঠিত হবে ইজতেমার বিশেষ আয়োজন। এরপর পড়ানো হবে যৌতুক বিহীন বিয়ে। বাদ মাগরিব মাওলানা ইব্রাহীম দেওলার বয়ানে শেষ হবে আজকের আয়োজন।
এর আগে শুক্রবার সারাদিনে আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেত আলী (৭০) নামে দুজন মুসল্লি মৃত্যুবরণ করেন। ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।
বিআরইউ