নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১০:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১০:২৫ এএম
টঙ্গীর তুরাগ তীরে সাদপন্থীদের ইজতেমায় অংশ নিয়েছেন ভারতের মাওলানা সাদের দুই ছেলে মাওলানা ইউসুফ ও মাওলানা ইলিয়াস।
শুক্রবার সকাল ৮টায় ইজতেমা ময়দানে প্রবেশ করেন তারা।
আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।
বলেন, ‘শুক্রবার সকাল ৮টা ১৫মিনিটে ময়দানে প্রবেশ করেছেন মাওলানা দুই সাহেবজাদা। পবিত্র শবে বরাত উপলক্ষে তাদের আগমনে মুসল্লিরা উচ্ছ্বসিত।’
তিনি আরও জানান, ‘আজ জুমার ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।’
এর আগে বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের বয়ানের মাধ্যমে সাদপন্থীদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ানের তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ চাঁদপুরি। আর শুক্রবার বাদ ফাজর বয়ান করেন মাওলানা মাওলানা আব্দুস সাত্তার। এদিন বাদ জুমা বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম (কাকরাইল), বাদ আসর হাফেজ মনজুর এবং বাদ মাগরিব মাওলানা জমশেদ।
দ্বিতীয় দিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন মোরসালিন, সকাল সাড়ে ৯টায় তালিমের মওজু পালন করবেন মুফতি ইয়াকুব, বাদ জোহর বয়ান করবেন আরবের মেহমাগণ, বাদ আসর মাওলানা মনির বিন ইউসুফ এবং বাদ মাগরিব মাওলানা আব্দুস সাত্তার।
শেষ দিন রোববার (১৬ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন মুফতি রিয়াসাত। আর আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জামশেদ।
উল্লেখ্য, গত সপ্তাহে শুরায়ে নেজামপন্থীদের ইজতেমা সম্পন্ন হয়েছে। দুই ধাপে অনুষ্ঠিত এই ইজতেমার শুরু হয় ৩১ জানুয়ারি সন্ধ্যায়। পরে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়। আর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপ শেষ হয় ৫ ফেব্রুয়ারি।
ইএইচ