ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২১, ০২:৫০ পিএম
ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ড ছাড়া বাকি ৮টি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা উটপাখি প্রতীকে নির্বাচিত হয়েছেন। ৩নং ওয়ার্ড থেকে পানির বোতল মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন ইমাম উদ্দিন ভূইয়া। তিনি এ নিয়ে চারবার কাউন্সিলর নির্বাচিত হন।
সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হলেন- মো. মোস্তফা, হেদায়েত পাটোয়ারী, ইমাম উদ্দিন ভূঞা, বেলাল হোসেন, নাছির উদ্দিন রিপন, আইয়ুব আলী খান, জামাল উদ্দিন নয়ন, শেখ কলিম উল্যাহ রয়েল ও নাজিম উদ্দিন ভুঞা।
এদিকে নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বেসরকারিভাবে বিজয়ী হন। এ পৌরসভার ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও আওয়ামী লীগ সমর্থিতরা বিজয় লাভ করেন। তারা হলেন- মনিহার বেগম, তাসলিমা বেগম ও মর্জিনা বেগম।
সোনাগাজী পৌরসভায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫ হাজার ৯৮৫ ভোটারের মধ্যে ৬ হাজার ১৭৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
আমারসংবাদ/কেএস