শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২১, ০৬:২৫ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিমের গবেষণা গ্রন্থ ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী-নাট্য-মীর মশাররফ-কায়কোবাদ এবং’ নতুন বই প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ৩ টায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম বলেন, বিচিত্র প্রাণী মানুষের ভাবনাও বিচিত্র, 'ক্ষুদ্র নৃগোষ্ঠী-নাট্য-মীর মশাররফ-কায়কোবাদ এবং' গ্রন্থে সংকলিত প্রবন্ধগুলোও বিচিত্র বিষয়কে ভিত্তি করে লেখা। বইটি নিঃসন্দেহে ভাষা ও সাহিত্য, নৃবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, নৃত্যকলা ও নাট্যকলার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের গবেষণায় কাজে আসবে।
বইটি সাহিত্য কথা প্রকাশনী থেকে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে। এতে বইটির মূল্য তিনশত টাকা নির্ধারিত হয়। বইটি সিলেট শহরের জিন্দা বাজারস্থ রাজা ম্যানশনের মালঞ্চ লাইব্রেরিতে পাওয়া যাবে।
উল্লেখ্য, বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিমের গবেষণা গ্রন্থ ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী-নাট্য-মীর মশাররফ-কায়কোবাদ এবং’ দেশ বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে প্রকাশিত তেরোটি প্রবন্ধ এ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে।