Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিনের সেবা উদ্বোধন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

ডিসেম্বর ৮, ২০২১, ০৯:১৫ এএম


অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিনের সেবা উদ্বোধন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু করা হয়েছে। এখন থেকে সপ্তাহে একদিন প্রতি রোববার অফিস চলাকালীন সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকার নির্ধারিত স্বল্প মুল্যে আলট্রাসনোগ্রাম করা যাবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্থাপিত আল্ট্রাসনোগ্রাম মেশিন চালুর ফলে হাওড় অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে আল্ট্রাসনোগ্রাম সেবা চালুর ফলে মাতৃস্বাস্থ্যে গরীব অসহায় গর্ভবতী মাদের চিকিৎসায় সুফল বয়ে আনবে।

এ বিষয়ে কথা বলতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. বুলবুল আহমেদকে ষ্টেশনে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। আল্ট্রাসনোগ্রাম সেবা চালু প্রসঙ্গে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আল্ট্রাসনোগ্রাম মেশিনটি সরকারি হলেও স্থানীয় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের উদ্যোগে অষ্টগ্রামে এ সেবাটি চালু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রতি পরীক্ষায় একশত টাকা বা তার ছেয়ে বেশি টাকা নিতে পারবে, যদি সেবা ভাল দিতে গিয়ে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ দেয় তাহলে সেবার মান বাড়বে এবং আল্ট্রাসনোগ্রামের পরীক্ষার ফি বাড়বে। এ বিষয়ে কিভাবে আরো উন্নত করা যায়, ভাল সেবা দেওয়া যায় অষ্টগ্রামের ইউএইচএফপিও'র সাথে আমি পরামর্শ করব।

গতকাল (৭ ডিসেম্বর) এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম মেশিন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. বুলবুল আহমেদ, এসময় হাসপাতালের অনন্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস