আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১১, ২০১৭, ০৬:৪৫ এএম
ইন্টারনেট একদিনে আবিষ্কর হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুক্তরাষ্ট্র-সোভিয়েত কোল্ড ওয়ারের সময় ইউএসএ সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতিতে তাদের যোগাযোগ ব্যবস্থা যেন একেবারে ধ্বংস না হয়ে যায় সেই উদ্দেশ্যে টেলিগ্রাফ টেলিফোনের বিকল্প হিসেবে তাদের সামরিক বাহিনীর জন্য MILNET নামে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে। এটাই পরবর্তীতে ধীরে ধীরে উন্নতি হয়ে আজকের ইন্টারনেটে পরিণত হয়েছে। আধুনিক ইন্টানেট আবিষ্কার হয় ১৯৬৯ সালে।
ইন্টারনেটের আবিষ্কারক স্যার টিম বার্নার্স লি। ব্রিটিশ এই কম্পিউটার বিজ্ঞানী ২০ শতকের শেষের দিকে এসে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www তৈরি করেন। বার্নার্স লি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিপির মাধ্যমে অন্যের সঙ্গে যোগাযোগে প্রথম ইন্টারনেট ওয়েবসাইট তৈরি করেন ১৯৮৯ সালে। যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিতি পায়। ১৯৯১ সালের ৬ আগস্ট বিশ্বের প্রথম ওয়েবসাইট খুলে দেন তিনি। তবে প্রথম ভিজিটর আসে ২৩ আগস্ট। বার্নার্স লি ৮ জুন ১৯৫৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন।