Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আজ দেখা মিলবে এবছরের সবচেয়ে বড় চাঁদ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৩, ২০২২, ০৬:৩০ পিএম


আজ দেখা মিলবে এবছরের সবচেয়ে বড় চাঁদ

এবছরের মধ্যে সবচেয়ে বড় চাঁদের দেখা মিলবে আজ বুধবার। এর আকার স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বড় দেখাবে। আজ ভরা পূর্ণিমা হওয়ায় এর আলো অন্যান্য দিনের তুলনায় অনেক পরিষ্কার থাকবে।

তবে বাংলাদেশ থেকে সুপারমুন বা বড় চাঁদের দেখা মিলবে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। 

বাংলাদেশে দেখা না গেলেও ভারতে দেখা মিলতে পারে সুপারমুনের। সেজন্য আবহাওয়া পরিষ্কার থাকতে হবে। আকাশে মেঘ থাকলে এ চাঁদ না দেখারই সম্ভবনা বেশি। 

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৭টা ২১ মিনিটে আকাশে এ সুপারমুনের চাঁদ উঠতে পারে। তবে চাঁদের বিশাল আকার দেখা যাবে ভারতীয় সময় রাত ১২টা বেজে ৭মিনিটের পর থেকে।

প্রসঙ্গত, সুপারমুন শব্দটির জনক জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে। ১৯৭৯ সাল থেকে এই নামে পরিচিত হয়ে আসছে বছরের এক বিশেষ সময়ের পূর্ণিমার চাঁদ।

চাঁদ উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে পৃথিবীকে। এর সবথেকে দূরবর্তী বিন্দুটিকে বলা হয় অ্যাপোজি। আর নিকটবর্তী বিন্দুটিকে বলা হয় প্যারোজি।

নাসার জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সুপারমুন বছরে মাত্র তিন থেকে চারবার দেখা যায়। ২০২২ সালে জুন-জুলাই-অগাস্টে পরপর সুপারমুন দেখা যাওয়ার কথা। সূত্র: হিন্দুস্তান টাইমস 

এবি

Link copied!