Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৫:৪৮ পিএম


নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

মেসেজ পাঠানোর পর তা এডিট করার সুবিধা নিয়ে আসছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সব কিছু ঠিক থাকলে ‘এডিট সেন্ডেড মেসেজ’ নামের ফিচারটি হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভার্সনে পাওয়া যাবে।

ওয়াবিটাইনফোর প্রতিবেদন অনুসারে, নতুন ফিচারটি ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর পর তা এডিট করার সুযোগ দেবে।

ওয়াবিটাইনফোর এই এডিট সেন্ডেড মেসেজ ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন এডিট মেসেজ ফিচার নিয়ে কাজ করছে। যেখানে ব্যবহারকারীরা ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার পরিবর্তে কেবল এডিট করার সুযোগ পাবেন।

যদিও নতুন ফিচারটি কবে আসছে, সে বিষয় এখনও কিছু জানা যায়নি। তবে আপাতত বিটা ব্যবহারকারীদের মধ্যে এটি পরীক্ষা করা হবে। তাদের মতামতের উপর ভিত্তি করে সবার জন্য উন্মুক্ত করা হবে।

এবি

Link copied!