Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সেটিংয়ের এক পরিবর্তনে বেঁচে যাবে অনেক ডেটা

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১১, ২০২৩, ১২:২৩ পিএম


সেটিংয়ের এক পরিবর্তনে বেঁচে যাবে অনেক ডেটা

অ্যান্ড্রয়েড ফোনগুলোতে অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোর ব্যবহার করতে হয়। কিন্তু খুব কম মানুষই জানেন যে, তাদের ফোনে ইনস্টল করা অ্যাপগুলো সময়ে সময়ে আপডেট হয়। তেমনি একটি অ্যাপ্লিকেশন আপডেট করতে, ডেটা প্রয়োজন। যদি সমস্ত অ্যাপ্লিকেশন নিজে থেকেই আপডেট হতে শুরু করে, তাহলে তো ফোনের ডেটা শেষ হবেই।

নিজে থেকে আপডেট হওয়া আটকাবেন যেভাবে-

১. প্রথমেই আপনাকে প্লে স্টোর অ্যাপ্লিকেশন খুলতে হবে।

২. তারপরে আপনাকে উপরের ডানদিকের কোণায় প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।

৩. এবার সেটিংস অপশনে ক্লিক করতে হবে।

৪. Network Preferences অপশনে ক্লিক করতে হবে।

৫. তারপর auto-update apps অপশন দেখতে পাবেন।

৬. এবার আপনাকে ‘Over WiFi only’ বা ‘Disable auto-update apps’- অপশনের মধ্যে যে কোনও একটি অপশন বেছে নিতে হবে।

৭. Over WiFi only অপশনটির মানে হল, যখন আপনি কোনও Wifi নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করবেন, শুধু তখনই অ্যাপগুলো নিজে থেকে আপডেট নিয়ে নেবে। এক্ষেত্রে আপনার ফোনের ডেটা শেষ হবে না।

৮. আর Disable auto-update apps-এর মানে হল, কোনও মতেই আপনার ফোনের অ্যাপগুলি আপডেট হবে না। আপনি যখন নিজে থেকে আপডেট করতে চাইবেন, তখনই হবে। সূত্র- টিভি৯ বাংলা

এইচআর

Link copied!