Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১১, ২০২৩, ০৮:০১ পিএম


বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

সোমবার (১১ ডিসেম্বর) মহিউদ্দিন আহমেদকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে চুক্তিতে দায়িত্ব পালন করছেন মহিউদ্দিন আহমেদ।

তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে চুক্তি দ্বিতীয় মেয়াদের অবশিষ্ট কাল অর্থাৎ আগামী ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত তিনি বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

‘বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১’ এর ধারা ৭ এবং ৯ এর বিধান অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন।

বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারের নিয়োগের মেয়াদ আগামী ১৩ ডিসেম্বর শেষ হচ্ছে। তিনি ২০২০ সালের ১৪ ডিসেম্বর থেকে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন।

আরএস

Link copied!