Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

জনসংখ্যা বাড়াতে নতুন অ্যাপ আনল জাপান

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুন ৯, ২০২৪, ০২:১৮ পিএম


জনসংখ্যা বাড়াতে নতুন অ্যাপ আনল জাপান

এশিয়ার রোল মডেল দেশ জাপানের জনসংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। এমন পরিস্থিতি সামাল দিতে একটি ডেটিং অ্যাপেরও যাত্রা শুরু করতে যাচ্ছে জাপান সরকার।

শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় একটি নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেয়া তথ্য অনুসারে, গত বছর ১২ কোটি ৩৯ লাখ জনসংখ্যার দেশটিতে মাত্র ৭ লাখ ২৭ হাজার ২৭৭ জন শিশুর জন্ম হয়েছে। আগের বছরের পরিসংখ্যান অনুযায়ী, দেশটির মা-প্রতি শিশু জন্মের হার ছিল ১ দশমিক ২৬। কিন্তু সর্বশেষ পরিসংখ্যানে এই হার ১ দশমিক ২০’এ নেমে এসেছে।

মা-প্রতি সন্তান জন্মের স্ট্যান্ডার্ড সূচক থেকে জাপানের অবনমন ঘটেছিল অন্তত অর্ধশতাব্দী আগে। বিশেষজ্ঞরা মনে করেন, ১৯৭৩ সালে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জন্য অর্থনৈতিক সংকোচনের সময় এমনটি ঘটেছিল। কিন্তু এর পর থেকে জাপানে সন্তান জন্মের হার প্রতিনিয়ত কমেই যাচ্ছে।

২০২৩ সালে জাপানে ১৫ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মানে হলো, গত বছর দেশটিতে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা নতুন জন্ম নেওয়া শিশুদের তুলনায় দ্বিগুণের বেশি ছিল। এমন পরিস্থিতিতে অ্যাপটি কতটুকু কাজে আসবে, সেটাই দেখার বিষয়।

বিআরইউ

Link copied!