Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

‘শহীদ’ শব্দের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মেটা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

জুলাই ৩, ২০২৪, ০৫:২৩ পিএম


‘শহীদ’ শব্দের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মেটা

আরবি শব্দ ‘শহীদ’-এর ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছর মার্চে ‘শহীদ’-এর ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা তুলে নিতে মেটাকে আহ্বান জানায় কোম্পানির ওভারসাইট বোর্ড। মেটার অর্থায়নের চালিত বোর্ড তখন জানায়, ‘শহীদ শব্দসংবলিত পোস্ট শুধু তখনই মুছে ফেলা উচিত, যখন তাতে সহিংসতার স্পষ্ট লক্ষণ থাকে বা পোস্টগুলো পৃথকভাবে মেটার অন্যান্য নিয়ম ভঙ্গ করে।’

এদিকে শহীদ শব্দ নিয়ে মেটার নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোম্পানির ওভারসাইট বোর্ড।

মধ্যেপ্রাচ্যবিষয়ক কনটেন্ট নিয়ে বছরের পর বছর সমালোচিত হয়ে আসছিল মেটা। ২০২১ সালে মেটার নিজের অর্থায়নে করা এক সমীক্ষায় উঠে আসে,  ফিলিস্তিনি ও অন্যান্য আরবি ভাষার ব্যবহারকারীদের ওপরে কোম্পানির বিভিন্ন পদ্ধতি মানবাধিকার প্রশ্নে ‘বিরূপ প্রভাব’ ফেলছে।

অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকেই এ সমালোচনা আরও বেড়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযান ও পরে গাজায় কয়েক হাজার মানুষকে হত্যার বিষয়ে ফেসসবুক ও ইনস্টাগ্রামে ফিলিস্তিনিদের সমর্থনকারী কনটেন্ট দমন করার জন্য মেটাকে অভিযুক্ত করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

আরএস

Link copied!