Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আবারও ফেসবুক-টেলিগ্রামে ঢোকা যাচ্ছে না, অভিযোগ ব্যবহারকারীদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২, ২০২৪, ০২:০৮ পিএম


আবারও ফেসবুক-টেলিগ্রামে ঢোকা যাচ্ছে না, অভিযোগ ব্যবহারকারীদের

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা আবারও ফেসবুক ও মেসেঞ্জারে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

শুক্রবার একাধিক সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা মোবাইল অপারেটরদের খুদে বার্তার মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে।

এর আগে, গত ৩১ জুলাই ফেসবুক, টিকটক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ-মাধ্যম পুনরায় চালু করে দেয় সরকার।

সূত্র জানিয়েছে, মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামও প্রথমবারের মতো ব্লক করা হয়েছে। টেলিগ্রাম দিয়ে ব্যবহারকারীরা বড় ফাইল পাঠাতে পারেন।

কিছু মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বলেছেন, তারা আজ দুপুর ১২টা পর্যন্ত মাধ্যমগুলোতে ঢুকতে পেরেছেন।

যদিও সরকারের কাছে স্বাধীনভাবে মোবাইল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার মতো অত্যাধুনিক প্রযুক্তি আছে। 

ইএইচ

Link copied!