Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

মোবাইল ইন্টারনেটে সচল হলো ফেসবুক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২, ২০২৪, ০৮:৩১ পিএম


মোবাইল ইন্টারনেটে সচল হলো ফেসবুক

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মোবাইল ইন্টারনেটে সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-মেসেঞ্জার।

শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে মোবাইল ডেটা ব্যবহার করে চালানো যাচ্ছে ফেসবুক-মেসেঞ্জার।

এর আগে শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। ওই সময় একই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করার কথা জানা যায়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।

অন্যদিকে, শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের বিচার চেয়ে গণমিছিল কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি সামনে রেখে আজ দুপুর ১২টার পর থেকে মোবাইল ইন্টারনেটে ফেসবুক, মেসেঞ্জার ও রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

ইএইচ

Link copied!