নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৪, ১২:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৪, ১২:২৫ এএম
দুর্নীতি ও কর্মচারীদের নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস (ইএন্ডও) বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদ।
রোববার বিটিআরসির পরিচালক (প্রশাসন) আফতাব মো. রাশেদুল ওয়াদুদ এ সংক্রান্ত অফিস আদেশে বিষয়টি জানান।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপ-পরিচালক (ইএন্ডও) এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটে জড়িত থেকে দুর্নীতির অভিযোগ এসেছে। একইসঙ্গে তিনি কমিশনের কর্মচারীদেরও বিভিন্ন সময়ে নিপীড়ন করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চাকরি প্রবিধিমালা ২০২২ বিধি-৪৮ ও ৫৪ ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩(খ)(ঘ) (ই) ও বিধি-১২ অনুযায়ী কমিশনের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।
ইএইচ