Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

‘অসুস্থতার কারণ’ দেখিয়ে পদ ছাড়লেন বিটিআরসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২৪, ১২:২২ এএম


‘অসুস্থতার কারণ’ দেখিয়ে পদ ছাড়লেন বিটিআরসির চেয়ারম্যান

এবার পদত্যাগ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ।

বুধবার বিকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে অসুস্থতার কারণ দেখিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। তিনি লিখেছেন, ‘বর্তমানে আমি অসুস্থ এবং উক্ত দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।’

গত বছরের ১৪ ডিসেম্বর থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি।

ইএইচ

Link copied!