আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৪, ১০:২৮ এএম
আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৪, ১০:২৮ এএম
‘সাইবার সিকিউরিটির ঝুঁকি বিবেচনা করলে বাংলাদেশের সব কর্পোরেট কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা, সরকারি দপ্তর-সংস্থা এবং আইটি সেবা প্রদানকারীসহ সব প্রতিষ্ঠানকে সাইবার আক্রমণের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিসহ নিয়মিত সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং করা জরুরি।’
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এজাইল সাইবার ড্রিল-২০২৫ উপলক্ষ্যে এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থিত কর্পোরেট কোম্পানি, প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে দিনব্যাপী প্রথম এজাইল সাইবার ড্রিল-২০২৫ অনুষ্ঠিত হবে। যার মূল লক্ষ্য সাইবার আক্রমণের প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা।
ড্রিলে কারিগরি পার্টনার হিসেবে থাকবে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। বিসিএসের সদস্য ও আওতাভুক্ত সর্বমোট ১৫০ জন প্রশিক্ষিত সাইবার সিকিউরিটি প্রকৌশলী বিভিন্ন ধাপে সাইবার ড্রিলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে কারিগরি সহযোগিতা দেবে।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) পক্ষ থেকে বক্তব্য দেন- বিসিএসের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল আরেফিন, সহ-সভাপতি (একাডেমী) জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক এলিন ববি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এজিএস কোয়ালিটি অ্যাকশনের চেয়ারম্যান ডা. নুরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবীব, সিইও ও পরিচালক মাহাবুবুল হক প্রমুখ।
ইএইচ