Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভিপিএন ছাড়াই ফেসবুক চলবে বিকেলে

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ৩১, ২০২৪, ০১:২৫ পিএম


ভিপিএন ছাড়াই ফেসবুক চলবে বিকেলে

অবশেষে বাংলাদেশে বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টিকটক ও ইউটিউব বুধবার (৩১ জুলাই) বিকেলের মধ্যে চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অবশেষে ১১ দিন পর চালু হতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ওয়াটসএপ ও টিকটক। সেইসঙ্গে কোটা আন্দোলন ইস্যুতে বুধবার বিটিআরসিতে ফেসবুক, ইউটিউব ও টিকটকের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠকের পর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সিদ্ধান্ত জানান।

মেটার তিনটি প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এবং টিকটক ও ইউটিউব কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। রোববার মোবাইল ইন্টারনেট চালু করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধই রয়েছে।

বিআরইউ

Link copied!