নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৪, ১১:২২ এএম
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৪, ১১:২২ এএম
জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাকারদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে। হ্যাকড হওয়ার ২১ দিন পর চ্যানেলটির নিয়ন্ত্রণ ফিরে পেল আজহারীর টিম।
মঙ্গলবার মিজানুর রহমান আজহারীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর রাত ২টার দিকে নিজেদের ইউটিউব চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। তাতে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।
ইএইচ