Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

তিস্তা চুক্তির দাবিতে টানা ৪৮ ঘণ্টার আন্দোলন শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:৫৪ এএম


তিস্তা চুক্তির দাবিতে টানা ৪৮ ঘণ্টার আন্দোলন শুরু

রংপুর বিভাগের পাঁচ জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ থেকে টানা ৪৮ ঘণ্টার আন্দোলন শুরু করেছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’।

কর্মসূচির লক্ষ্য তিস্তাপাড়ের জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের ওপর চাপ প্রয়োগ করা এবং আন্তর্জাতিক মহলে তিস্তার সমস্যাগুলো তুলে ধরা।

আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুর জেলার কর্মসূচি পালিত হবে।

আন্দোলন ঘিরে তিনটি প্যান্ডেল তৈরি করা হয়েছে—একটি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য, একটি রাত্রিযাপনের জন্য এবং আরেকটি খাবার তৈরির জন্য।

গঙ্গাচড়া উপজেলার মহিবুর রহমান জানান, “জাগো বাহে তিস্তা বাঁচাই” স্লোগান নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হবে। আন্দোলনের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানানো হবে।

লালমনিরহাটের কালিগঞ্জের আনিছুল ইসলাম জানান, প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের জন্য প্যান্ডেল, সমাবেশ মঞ্চ, পর্যাপ্ত আলো ও পানির ব্যবস্থা এবং পয়ঃনিস্কাশন কাজ শেষ হয়েছে। তিনি বলেন, "সরকার যদি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে, তবে আন্দোলন চলতে থাকবে।”

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, “তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কোনো রাজনৈতিক দলের একার দাবি নয়। এটি রংপুর বিভাগের জনগণের দাবি। তিস্তাপাড়ের মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এটি জনদাবিতে পরিণত হয়েছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৫ জেলার ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭ ফেব্রুয়ারি তিস্তাপাড়ের সমাবেশে বক্তব্য দেবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানাতে তিস্তাপাড়ে উপস্থিত হবেন।

ইএইচ

Link copied!