নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৬:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৬:১৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানিয়েছেন, দুই দিনের জনমত জরিপের মাধ্যমে নতুন একটি ছাত্রসংগঠন গঠনের সিদ্ধান্ত নেয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ও অফলাইনে এ জরিপ অনুষ্ঠিত হবে।
সোমবার বিকল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, হাসিব আল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
আবু বাকের মজুমদার বলেন, ‘নতুন সংগঠনের নাম এবং আত্মপ্রকাশের তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। তবে দুই দিনের জরিপের মাধ্যমে এটি সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও জানান, ‘এই সংগঠন কোন ধরনের লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি করবে না, এর স্লোগান হবে `স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট`।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ‘নতুন ছাত্রসংগঠন সম্পর্কে আমাদের এখনো কিছু বলার নেই।’
আব্দুল হান্নান মাসুদ জানান, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন ধরনের ছাত্ররাজনীতি প্রয়োজন, আমরা লেজুড়বৃত্তিহীন ছাত্ররাজনীতির প্রতি সমর্থন জানাই। যারা নতুন সংগঠনের সাথে যুক্ত হবেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করবেন।’
তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ চালিয়ে যাবে এবং জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে দেশ গড়ার পথে অব্যাহত থাকবে।’
ইএইচ