স্পোর্টস ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৮, ০৪:৫৭ এএম
১০০ গোলের ক্লাবে একমাত্র সদস্য - ক্রিশ্চিয়ানো রোনালদো।বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৩-১এর জয়ে ২ গোল করে এক ক্লাবের হয়ে ১০০ চ্যাম্পিয়ন্স লিগ গোল করা একমাত্র খেলোয়াড় হয়েছেন রেয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো।এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁর চেয়ে ৪ গোল কম করা লিওনেল মেসি।
একই দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশী গোল
খেলোয়াড় ক্লাব গোল
ক্রিশ্চিয়ানো রোনালদো রেয়াল মাদ্রিদ ১০১
লিওনেল মেসি বার্সেলোনা ৯৭
রাউল রেয়াল মাদ্রিদ ৬৬
আলেসান্দ্রো ডেল পিয়েরো য়্যুভেন্টাস ৪২
করিম বেনজেমা রেয়াল মাদ্রিদ ৩১
থমাস মুলার বায়ার্ন মিউনিখ ৪০
দিদিয়ের দ্রগবা চেলসি ৩৬
রুড ভ্যান নিস্টলরয় ম্যানচেস্টার ইউনাইটেড ৩৫
থিয়েরি অঁরি আর্সেনাল ৩৫
ওয়েইন রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ৩০
চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর আরো রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে বেশীবার (৬) বছরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো ৬টি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে ১০ টির বেশী গোল দেয়া একমাত্র খেলোয়াড় তিনি এক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে সবচেয়ে বেশী গোল দেয়ার রেকর্ড রোনালদোর (২০১৫-১৬ মৌসুমে ১১ গোল)
চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ড তাঁর (২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল)
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের সব খেলায় গোল দেয়া প্রথম খেলোয়াড় রোনালদো (২০১৭-১৮ মৌসুমে ৯ গোল)
রেয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করা ১৫টি গোল মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর মোট গোল ১১৬টি। যা দ্বিতীয় স্থানে থাকা মেসির চেয়ে ১৯টি বেশী।চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই টুর্নামেন্টে খেলা ১৩৭টি ক্লাবের ১১৮টির মোট গোলসংখ্যা রোনালদোর একার গোলের চেয়ে কম।