Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

আইপিএলে প্রথমবারেই  চ্যাম্পিয়ন গুজরাট

সাহিদুল ইসলাম ভূঁইয়া

মে ৩০, ২০২২, ০২:৪০ পিএম


আইপিএলে প্রথমবারেই  চ্যাম্পিয়ন গুজরাট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ পেল গুজরাট টাইটান্স। প্রথমবার অংশ নিয়েই শিরোপার স্বাদ পেল তারা।

ফাইনালে রাজস্থান রয়েলকে ১৩০ রানে থামায় গুজরাট। ১৩১ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে গুজরাট। 

রোববার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে রাজস্থানের তারকা ব্যাটসম্যান জস বাটলার, সাঞ্জু স্যামসন, ডেবুট পাদ্দিকল ও সিমরন হিতমায়ারদের উইকেটে থিতু হতে দেননি হার্দিক পান্ডিয়া-রশিদ খান-মোহাম্মদ শামিরা। 

এর আগে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে বড় কোনো জুটি গড়তে পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা। আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩০ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। 

দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার। এছাড়া ২২ রান করেন ইয়েসভি জশওয়াল। গুজরাটের হয়ে ৪ ওভারে মাত্র ১৭ রানে ৩ উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া। 

আমারসংবাদ/এবি

Link copied!