Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেসিকে টপকে আর্জেন্টিনার দামি ফুটবলার মার্টিনেজ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৪, ২০২২, ০৫:১৬ পিএম


মেসিকে টপকে আর্জেন্টিনার দামি ফুটবলার মার্টিনেজ

ইন্টার মিলানের হয়ে বেশ কয়েক মৌসুম ধরেই ফর্মের তুঙ্গে আছেন লাউতারো মার্টিনেজ। প্রিমিয়ার লিগে বেশকিছু ক্লাব তাকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহী হলেও দলবদলের বাজারে তার চড়া মূল্যের কারণে এগোতে পারেনি। এবার জানা গেল, দলবদলের বাজারে এখন সবচেয়ে দামি আর্জেন্টাইন হচ্ছেন লাউতারো।

ফুটবলের দলবদলভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের প্রতিবেদন অনুযায়ী, মার্টিনেজের বাজার মূল্য ৬৭.৫০ মিলিয়ন পাউন্ড (৭৬৫ কোটি টাকা)।

যা লিওনেল মেসির চেয়ে দেড়গুণ বেশি। বর্তমান বাজারে মেসির মূল্য ৪৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫১০ কোটি টাকা) বলে জানানো হয়েছে ট্রান্সফারমার্কেটের প্রতিবেদনে।

আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে তালিকার তিনে আছেন ক্রিস্টিয়ান রোমেরো। ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারে খেলা এই ডিফেন্ডাররের বাজারমূল্য ৪৩.২০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪৮৯ কোটি টাকা)।

এরপরের অবস্থানে আছেন যথাক্রমে আতলেতিকো মাদ্রিদে খেলা দুই আর্জেন্টাইন আনহেল কোরেয়া (৪০.৫০ মিলিয়ন পাউন্ড) ও রদ্রিগো দি পল (৩৬ মিলিয়ন পাউন্ড)।

মার্টিনেজকে দলে নেওয়ার আগ্রহ জানিয়েছিল টটেনহ্যাম। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। টটেনহ্যামকে জানিয়ে দিয়েছেন, আপাতত ইন্টার মিলান ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি।

ইন্টার মিলানের হয়ে গত মৌসুমে ৪৯ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন মার্টিনেজ। সবমিলিয়ে গত চার মৌসুমে ইতালিয়ান জায়ান্টদের হয়ে ১৮০ ম্যাচে ৭৪ বার লক্ষ্যভেদ করেছেন তিনি।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!