Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাদক নেওয়ায় ১০ মাস নিষিদ্ধ পেসার শহিদুল

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৪, ২০২২, ০৬:৪৮ পিএম


মাদক নেওয়ায় ১০ মাস নিষিদ্ধ পেসার শহিদুল

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বাংলাদেশি পেসার শহিদুল ইসলামকে ১০ মাস নিষিদ্ধ করেছে আইসিসি। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির অ্যান্টি ডোপিং কোডের ২.১ ধারা ভঙ্গ করার দায়ে তাকে এমন শাস্তি দেওয়ার কথা জানানো হয়।

শরীরের টেস্টোস্টেরন বাড়ানোর জন্য ক্লোমিফেন নিয়েছিলেন শহিদুল। যেটি টুর্নামেন্ট চলাকালীন ও এর বাইরেও ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাজেন্সি (ওয়াডা) কতৃক নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির স্বাভাবিক ইউরিন নমুনা পরীক্ষায় পজিটিভ হন শহিদুল।

২৭ বছর বয়সী পেসারকে নিষিদ্ধ করার সঙ্গে আইসিসি নিশ্চিত করেছে, অসাবধানতাবশত এই ক্লোমিফিন গ্রহণ করেছিলেন তিনি। ইচ্ছাকৃতভাবে ওষুধটি গ্রহণ করেননি বলে জানিয়েছেন শহিদুল নিজেও। চলতি বছরের মে মাসের ২৮ তারিখ থেকে ২০২৩ সালের মার্চের ২৮ তারিখ অবধি সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন শহিদুল।

জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

Link copied!