Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

আগামী বিপিএলের তিন আসরের তারিখ চূড়ান্ত

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৭, ২০২২, ০৮:০৪ পিএম


আগামী বিপিএলের তিন আসরের তারিখ চূড়ান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অনিয়মিততা দূর করতে টানা তিন আসরের তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাত দল নিয়ে আগামী তিন আসরের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। একই সাথে তিন আসরের জন্য নতুন করে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি করা হবে।

কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নিজেই সে ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিন বছরের সূচি ঘোষণার কারণ হিসেবে তিনি জানান, আগামী তিন মৌসুমের জন্য ফ্রাঞ্চাইজিগুলো বিক্রি করা হবে। এ কারণে, তিন মৌসুমেরই তারিখ ঘোষণা করে দিয়েছেন তারা।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দেব।’

তারিখগুলো জানিয়ে পাপন বলেন, ‘২০২৩ সালের বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি, শেষ হবে ১১ ফেব্রুয়ারি। আর প্রতিটি আসরেই অংশ নেবে ৭টি করে ফ্রাঞ্চাইজি।’

তারিখ ঘোষণার পর বিপিএলের বাকিসব কেমন কী হবে? তা নিয়ে পাপন বলেন, ‘এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে।

সব যে আগের মতো থাকবে, তা না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিষ্কার করেই বিজ্ঞাপন দেব। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’

দলগুলো কারা পাচ্ছে, সে বিষয়ে তিনি বলেন, ‘পুরোনো দলগুলো না এলেও বেশিরভাগ পুরোনো দলগুলো আসবে। না আসার কোনো কারণ নেই। ইম্পাইং অন জেমকন, বেক্সিমকো, বসুন্ধারা।’


আমারসংবাদ/টিএইচ

Link copied!