Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নারী হকি বিশ্বকাপ

আর্জেন্টিনার স্বপ্ন গুঁড়িয়ে দিল নেদারল্যান্ডস

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৮, ২০২২, ১১:৩৯ এএম


আর্জেন্টিনার স্বপ্ন গুঁড়িয়ে দিল নেদারল্যান্ডস

প্রায় এক যুগ পর আবারও বিশ্বকাপ ছুঁয়ে দেখার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। ফাইনালে নেদারল্যান্ডস বাধা পেরুতে পারলেই ধরা দিত পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপা। তবে সেটা আর হলো না। 

রোববার রাতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে নারী বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল নেদারল্যান্ডস নবমবারের মতো উঁচিয়ে ধরেছে বিশ্বকাপ ট্রফি।

স্পেনের তেরেসায় অনুষ্ঠিত ফাইনালে প্রথম মিনিটেই দুইটি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু গোল করতে ব্যর্থ হয় তারা। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৭তম মিনিটে মারিয়া ভার্সকুরের গোলে এগিয়ে যায় ডাচরা। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডরিক মাতলা।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩৬তম মিনিটে নেদারল্যান্ডসের হয়ে তৃতীয় গোলটি করেন ফেলিস আলবারস। ম্যাচের ৪৬তম মিনিটে আর্জেন্টিনার অগাস্টিনা গোরজেলানি গোল করলেও সেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

২০০২ এবং ২০১০ সালে দু’বার নারী হকি বিশ্বকাপ জয় করেছিল লাস লিওনাসরা। এবার দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসির দেশের মেয়েরা। গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।

শিরোপা না জিততে পারলেও আসরের ব্যক্তিগত পুরস্কারে আর্জেন্টিনারই জয়জয়কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার মারিয়া গ্রানাত্তো। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বেলেন সুচ্চি। ৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টিনার অগাস্টিনা গোরজেলানি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!